মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
ভূরুঙ্গামারী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের গাছ দেওয়ার মাধ্যমে ব্যতিক্রমধর্মী আয়োজনে বরণ করে নিয়েছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা নবীনদের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন
মোঃ মিজানুর রহমান মিন্টু, আহবায়ক, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল,
মোঃ মাইদুল হোসাইন, সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল,
মোঃ রোকুজ্জামান রনি, আহবায়ক, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল সহ ভূরুঙ্গামারী উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চেয়েছি।”
এই আয়োজনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন পরিবেশ। নবীন শিক্ষার্থীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, গাছ উপহার পাওয়াটা ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরাও ছাত্রদলের এমন পরিবেশবান্ধব আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এমন আয়োজন নিয়মিত চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
Leave a Reply