পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি ইউক্যালিপটাস গাছ অনুমতি ছাড়াই কেটে নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। ঘটনাটি ঘটিয়েছেন ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য নেছার আহমেদ ও হুমায়ুন কবির।
তদন্তকারী কর্মকর্তা মুকিত বিন লিয়াকত নিশ্চিত করেছেন, “সরকারি গাছ কেটে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।” তবে তদন্তের নোটিশ পাওয়ার পর অভিযুক্তদের পক্ষ থেকে এলাকায় মব-সৃষ্টির আতঙ্ক তৈরি হওয়ায় অভিযোগকারী হারুন-অর-রশিদ তদন্তস্থলে উপস্থিত হতে পারেননি।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ ও প্রাচীরসংলগ্ন উত্তর দিকের বড় ইউক্যালিপটাস গাছটি কেটে নেওয়া হয়েছে।
এবিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা জানান, তিনদিন অফিস বন্ধের পর এসে দেখেন, গাছটি কে বা কারা কেটে নিয়ে গেছে।
অভিযুক্ত নেছার আহমেদ অকপটে স্বীকার করেন, “হুমায়ুন মেম্বারসহ বাড়ির কাজের জন্য একটি ইউক্যালিপটাস গাছ কেটেছি।” তবে হুমায়ুন কবির বলেন, “গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না।”
স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দিলে অভিযুক্ত ইউপি সদস্য ও তাঁদের লোকজন ভয়ভীতি দেখিয়ে গাছ নিয়ে চলে যান এবং হুমকি দেন“বাড়াবাড়ি করলে বাকি গাছও কেটে নেওয়া হবে।”
অভিযোগকারী হারুন-অর-রশিদ বলেন, “অভিযোগ প্রত্যাহারের জন্য আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় জিকরুল বলেন“আওয়ামী লীগের দোসর হয়ে বর্তমানে বিএনপির চাদর গায়ে দিয়ে এরা সরকারকে বিতর্কিত করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”
এলাকাবাসীর দাবি সরকারি সম্পদ রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্মে সাহস না পায়।
Leave a Reply