ইবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিট করা নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রশিবির নেতাকর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘রাজাকার আর স্বৈরাচার, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির নিচে স্বৈরাচার,’ মিলেমিশে একাকার’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি।
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখন হঠাৎ করে তারা সংগঠন চালাতে শুরু করেছে। তারা অতীতে ধর্ষণ, হামলা-মামলার মাধ্যমে জনগণকে দমন করেছে। আজ তারা আবার শিবিরবেশে মাঠে নামছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে তারা পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, এখনো তেমনি ষড়যন্ত্রে লিপ্ত। ইন্টেরিম প্রশাসনের কাছে দাবি জানাই— এই হুমকিদাতাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাজিদের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ঢাবির শিক্ষার্থী ফাহমিদা আলম ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। এর জবাবে আলী হাসান নামে এক শিবিরকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেয়। এটি স্বাধীন দেশে এক নারীর জন্য একেবারেই অগ্রহণযোগ্য ও অপরাধমূলক আচরণ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে নিরাপদ ক্যাম্পাস চাই। ধর্ষণ ও হেনস্তাকারীদের প্রশ্রয় দেওয়া চলবে না। শিবিরকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আমরা সুশৃঙ্খল, গণতান্ত্রিক রাজনীতি চাই। আমাদের কারও গোলামি করব না— দিল্লির না, পিন্ডির না।” এছাড়াও তিনি প্রশাসনের প্রতি সাজিদ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন। পরবর্তীতে তাকে শিবির নেতা দাবি করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
Leave a Reply