নিউজ ডেস্ক :
শফিকুর রহমান বলেছেন ‘আমরা এমন একটা দেশ চাই, যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে।
গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এ বক্তব্য রাখেন। তিনি বলেন আমরা সীমাহীন অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই। আমরা একটা সমাজ চাই, যেখানে সাংবাদিকেরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। আমরা সাংবাদিকদের জন্য সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।’ জামায়াতের এই নেতা বলেন, তাঁর দলের নেতা–কর্মীরা ঘুষ-দুর্নীতিতে যুক্ত হওয়াতে বিশ্বাসী নন। তাঁরা ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজ–দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না।
মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির আবদুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির আলমগীর বিশ্বাস প্রমুখ।দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।’ কোরআনের পতাকাতলে আসার জন্য সবাইকে আহ্বানও জানান তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা জামায়াতের আমির আলীমুজ্জামান। এ সময় বক্তব্য দেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির নিয়ামুল হাসান, মধুখালী পৌর জামায়াতের আমির রেজাউল করীম প্রমুখ। মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শ জামায়াতের নেতা–কর্মী পথসভায় উপস্থিত ছিলেন। পথসভা শেষে জামায়াতের আমির মাগুরার উদ্দেশ্যে রওনা হন।
Leave a Reply