তা’মীরুল মিল্লাত প্রতিনিধি :-হোসাইন
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়িতে গত ২৫.০৫.২৫ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে মিল্লাত সায়েন্স ক্লাবের সাপ্তাহিক অলিম্পিয়াড সিরিজের দ্বিতীয় পর্ব। এবারের অলিম্পিয়াডের মূল বিষয় ছিল IQ এবং লজিক্যাল রিজনিং। ক্লাস শেষে মাদরাসার ৪১৭ নম্বর কক্ষে এই বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মানসিক গণিত, লজিক পাজল, প্যাটার্ন বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের মতো বিভিন্ন বিষয়ে তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। রুমজুড়ে ছিল তীব্র চিন্তাভাবনা এবং গভীর মনোযোগের চিত্র, যা প্রমাণ করে বুদ্ধিমত্তা কেবল তথ্য জানার মধ্যে নয়, বরং চিন্তা করার পদ্ধতির মধ্যেই নিহিত।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন ফকিহ শরিফুল ইসলাম, প্রধান প্রশাসক নুরুল আজম তাসনিফ এবং ক্লাব সেক্রেটারি সুদাইস মাহমুদ চৌধুরী। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রুম ৪১৭ যেন পরিণত হয়েছিল মেধা ও তীব্রতার এক রণক্ষেত্রে, যেখানে কলম দ্রুত চলছিল, কপালে পড়ছিল চিন্তার ভাঁজ এবং প্রতিটি কোণে ঝলসে উঠছিল বুদ্ধির স্ফুলিঙ্গ।
মিল্লাত সায়েন্স ক্লাব আজকের এই অলিম্পিয়াডকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবী এবং উপস্থিত শিক্ষক ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
সাপ্তাহিক অলিম্পিয়াড প্রতি সপ্তাহে নতুন বিষয়, নতুন ফরম্যাট এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে। আয়োজকরা শিক্ষার্থীদের প্রতি কৌতূহলী এবং প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আজকের বিষয় ছিল IQ; আগামী সপ্তাহে কী অপেক্ষা করছে, তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাপ্তাহিক অলিম্পিয়াড চলবে প্রতি সপ্তাহে নতুন উদ্দীপনা নিয়ে।
Leave a Reply