1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাসনাতের জামা-জুতা নিয়ে বিদ্রূপ ছাত্রদল নেতার, কমেন্টে কড়া জবাব হাসনাতের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে—হিজবুত তাহরীর পবিপ্রবি ইউনিভার্সিটি স্কয়ারে ফের স্থাপন হচ্ছে সেই এফ-৬ যুদ্ধবিমান ” স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা আব্দুল হালিম।” রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন এর পক্ষ থেকে এতিম বাচ্চাদের মাঝে ইফতার ও এক বেলার খাবার বিতরণ হাবিপ্রবিতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ-মানববন্ধন রংপুরে ড্রাগন কারাতে একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত ১২ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

নেসকোর মতবিনিময় সভায় মুজিব বর্ষের ছবি প্রদর্শনে তুমুল হট্টগোল

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ বার পাঠ করা হয়েছে

ক্যাম্পাস ২৪ প্রতিবেদক

রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (নেসকো) প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ক মতবিনিময় সভার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর ছবিসহ মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা নিয়ে তুমুল হট্টগোলের পর সভা পণ্ড হয়ে গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রংপুর জেলাকে প্রিপেইড মিটারের আওতায় আনতে গত বছরের শেষ দিক থেকে কার্যক্রম হাতে নেয় নর্দান ইলেকট্রিসি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এরপর থেকে সাধারণ গ্রাহকরা এর নেতিবাচক দিক উল্লেখ করে তা বন্ধের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে আজ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসক।

জেলা প্রশাসক হল রুমে শুরু হওয়া সভায় আন্দোলনকারী সাধারণ গ্রাহক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছাড়াও, নাগরিক কমিটি, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবি সংগঠন, সংবাদকর্মী ও নেসকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা নেসকোর স্বেচ্ছাচারিতা, প্রিপেইড মিটার বাধ্যকরণসহ প্রিপেইড মিটারের কুফল তুলে ধরেন।

সে সময় নিজেদের অবস্থান ও প্রিপেইড মিটারের কার্যকলাপ সম্মিলিত একটি ডকুমেনটরি উপস্থাপন করে নেসকো। সেখানে মুজিববর্ষের ছবি প্রদর্শিত হলে, দেখা দেয় উত্তেজনা। এরপর সভা বর্জন করেন সকলেই। সেই সঙ্গে নেসকোর কর্মকর্তাদের শাস্তি দাবি করেন তারা।

সভায় উপস্থিত থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমতিয়াজ আহম্মেদ বলেন, সভাটি শুরু হওয়ার পর প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি ভেসে ওঠে। তারা এখনও মুজিব বাদের দর্শনে বিশ্বাসী।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, মুজিববর্ষের ছবি ব্যবহারে নেসকো প্রমাণ করেছে তারা আওয়ামী দোসর। তারা যে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, এটি তার প্রমাণ।

এদিকে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন রংপুর নেসকোর চিফ ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম মন্ডল জানান, এ রকম ঘটনা কীভাবে হল তা তদন্তাধীন বিষয়। এটি তার প্রতিষ্ঠানের হলেও এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।

রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, সভাকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে। এটি নেসকোর নিজস্ব প্রেজেন্টেশন। মুজিব বর্ষের ছবি দেখা মাত্র সকলে মিলে প্রতিরোধ করেছি। বিষয়টি সংশিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে পত্র মারফতে জানানো হবে।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বরে রংপুরে শুরু হয় প্রিপেইড মিটার স্থাপনের কাজ। এরপর ২৭ ডিসেম্বর থেকে তা বন্ধে আন্দোলনে নামে রংপুরের সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। প্রিপেইড মিটার নিয়ে করা ডকুমেন্টরিতে মুজিববর্ষের লোগোতে সভা বর্জনসহ তাদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন সভায় অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি