বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জান্নাতুল ফেরদৌস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি বিষয়ক সম্মেলন ‘JKKNIU CyberCon 2025: Offense Meets Defense’।
বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবের আয়োজনে ২৬ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রযুক্তি অনুরাগী শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক।
সম্মেলনের মূল আকর্ষণ ছিল—অফেন্সিভ সিকিউরিটি ও এথিকাল হ্যাকিং বিষয়ক ওয়ার্কশপ, আধুনিক ডিফেন্সিভ কৌশল উপস্থাপন, রেড ও ব্লু টিমের লাইভ ডেমো এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হ্যান্ডস-অন সেশন। অংশগ্রহণকারীরা পেয়েছেন বাস্তবভিত্তিক সাইবার ট্রেনিং, অংশগ্রহণ সনদ, থিম-ভিত্তিক গুডিজ এবং আকর্ষণীয় পুরস্কার।
এছাড়াও, সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, পথনির্দেশনা এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ধারণা তুলে ধরা হয় আয়োজনে, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল একটি বিশেষ সুযোগ।
আয়োজকরা জানান, এই আয়োজন তরুণ প্রজন্মকে সাইবার দুনিয়ায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি একটি নিরাপদ ও সচেতন ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
Leave a Reply