আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
গত ৭ এপ্রিল ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় বর্বরোচিত হত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ দাবি জানান।
এটিএম আজম খান আরো বলেন, ফিলিস্তিনে ইসরাইলের হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে সারাবিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি।
মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা আবুল হাশেম বাদল, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান। রংপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবী থানা-২ এর আমির গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
এর আগে বিকেল পাঁচ টায় রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামন থেকে ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে শাপলা চত্বরে এসে সমবেত হয়।
Leave a Reply