হাবিপ্রবি প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ও গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে;ফ্রি ফ্রি প্যালেস্টাইন;দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো;ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম.এনামউল্যা বলেন, আজ সারা পৃথিবীর সকল মুসলমানরা একত্রিত হয়েছে ইহুদীবাদীদের নৃশংস গণহত্যার প্রতিবাদ জানাতে। সমস্ত গাজা এলাকা ধুলায় মিশিয়ে দিয়েছে এমনকি তারা এমনভাবে বোম্বিং করছে যে মানুষগুলো ধুলোবালির মতো আকাশে উড়ছে।তথাকথিত মানবতাবাদী মোড়লদের ইন্ধনেই এ সকল গণহত্যা চলছে। আমি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এ আয়োজনটি করার জন্য।
Leave a Reply