হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের জন্য আইসি চিপ ডিজাইন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইইই ক্লাবের সমন্বয়ে সেমিনারটির আয়োজন করে উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. মিজানুর রহমান, অ্যাসিস্টেন্ট প্রফেসর মো. ফেরদৌস ওয়াহিদ, লেকচারার মোহাম্মদ সাজেদুর রহমান ও মো. মতিউর রহমান তারেক। সেমিনারে বক্তব্য রাখেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেড আইসি মাস্ক ডিজাইনের টেকনিক্যাল ম্যানেজার আব্দুল মোতালেব ভুঁইয়া, সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামিল হাসান, মো. শাহাদাত হোসেন রনি ও ইঞ্জিনিয়ার এস এম নাইমুর রহমান সায়েম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইইই ক্লাবের কোষাধ্যক্ষ রনি তোতা।
Leave a Reply