রিপন শাহরিয়ার: রংপুরের মিঠাপুকুরে অর্ধশতাধিক শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ময়েনপুর এলাকায় অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল সরকার এবং মিঠাপুকুর উপজেলা ছাত্র প্রতিনিধি ফুয়াদ হাসানসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ মুকুল সরকার বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের দুস্থ ও শীতার্ত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরাবরই সামাজিক সচেতনতা ও সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
উপজেলা ছাত্র প্রতিনিধি ফুয়াদ হাসান বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পক্ষ থেকে দুস্থ ও নিরীহদের মাঝে প্রতিবারই এরকম দায়িত্ব পালন করার চেষ্টা করবো।
এ সময় প্রায় ৭৫ টি পরিবারকে শীতবস্ত্র প্রদান করাসহ , মানবিক এ কার্যক্রম এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তারা।
Leave a Reply