নিউজ ডেস্ক :
প্রয়োজনীয় সংস্কার শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা৷
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা৷
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘‘বাহানা দিয়ে জাকসু মানি না মানব না; আজকেই তফসিল ঘোষণা করো করতে হবে; অছাত্রদের ঠিকানা জাহাঙ্গীরনগরে হবে না; অচল জাকসু সচল করো, করতে হবে; অছাত্রদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও; জাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না মানব না; দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও; প্রশাসনের টালবাহানা মানি না মানব না’’ প্রভূতি স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, অছাত্ররা কীভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়, তারা কীভাবে কাউন্সিল কক্ষে বসে মিটিং করে এটা আমরা জানতে চাই। প্রশাসনকে বলে দিতে চাই, নূরুল আলম প্রশাসন যে ভুল করেছে আপনারা সে ভুল করবেন না। আজকে যদি প্রশাসন তফসিল ঘোষণা না করে, তাহলে তাদেরকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে৷ আমরা তফসিল না নিয়ে এখান থেকে যাব না।
প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, অছাত্ররা বলেছে জাকসু হলে নাকি লাশ পড়বে। তার মানে তারা সিদ্ধান্ত দিয়েছে অশান্তি অরাজকতা সৃষ্টি করবে। তারা কাদের ছত্রছায়ায় ক্যাম্পাসে আসে তা আমরাও দেখতে চাই। তারা হলগুলোতে এসে মিটিং করে, দু’দিন পর আমাদের হল থেকে বের করে দেবে না- তার কি গ্যারান্টি আছে। জাকসু না হলে আবার নতুন স্বৈরাচার গড়ে উঠবে। আপনারা যে নামেই রাজনীতি করেন না কেন, লেজুড়বৃত্তিক রাজনীতি শুরু করতে চাইলে আবার মুগ্ধ, সাঈদরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
Leave a Reply