1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার বাবা ইসলামের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর

ছেলে সভাপতি, বাবা প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান ঘিরে ব্যাপক নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

 

ফজলে রাব্বী, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিক্ষাগত যোগ্যতায় ভূয়া কাগজ ব্যবহার করে ছেলেকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, এমপিও জালিয়াতির অভিযোগ উঠেছে ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের বিরুদ্ধে। এছাড়া নিয়োগে পূর্বের তারিখ দেখিয়ে এনটিআরসি নিবন্ধন ছাড়া ১০ জন শিক্ষক ও নানা অনিয়ম করে ৫ জন কর্মচারী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যাক্তি।
অভিযোগ থেকে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসাতে গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর পূর্বের তারিখ দেখিয়ে এনটিআরসি নিবন্ধন ছাড়া বিভিন্ন পদে প্রায় ১০ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন মাদরাসার অধ্যক্ষ বাবা আজিবুর রহমান ও ছেলে প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান মাসুদ। এছাড়া মাসুদের শিক্ষাগত যোগ্যতার কাগজে ক্রটি রয়েছে। তার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ভূয়া। তিনি ভুয়া সনদ তৈরির মূল কারিগর এবং ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার মুল ভবনের নকশা বন্ধ পরিবর্তন করে শ্রেণী কক্ষের জানালা বন্ধ করে সড়কের উপরে দোকান নির্মাণ করেছেন যা সম্পূর্ণ অবৈধ এবং মাদ্রাসার স্বার্থবিরোধী।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, বাবা ছেলে মিলে তারা প্রতিষ্ঠানে অরাজকতা শুরু করেছেন। অনিয়ম করে ৫ জন কর্মচারী নিয়োগ প্রদান করা হয়েছে সরকারি বিধিমালার সম্পূর্ণ পরিপন্থী উপায়ে। এছাড়া, বর্তমানে আরো ৫ জন শিক্ষকের এমপিও অনুমোদনের জন্য পূর্বের নিয়োগ দেখিয়ে কাগজপত্র প্রেরণ করার পরিকল্পনা নিয়েছেন। যেখানে সরকারি সময়সীমা ছিল চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। এই কর্মকান্ড পুরোপুরি বেআইনি ও শিক্ষানীতি বিরোধী। অনিয়মমূলক কর্মকান্ডে দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সক্রিয় সহযোগিতা করছেন। যার ফলে এসব বেআইনি কাজ রোধ করা যাচ্ছে না।
অভিযোগে পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাদ্রাসার শিক্ষা পরিবেশ রক্ষা, সরকারি বিধিমালা বাস্তবায়ন এবং দুর্নীতি দমন করার লক্ষ্যে, মাদ্রাসা সভাপতির ভুয়া সনদপত্র যাচাই ও ব্যবস্থা গ্রহণ, এনটিআরসি ছাড়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে তদন্ত, অবৈধভাবে দোকান নির্মাণ ও মাদ্রাসা অবকাঠামো পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী মামুন মো. মাসুম বিল্লাহ বলেন, ছেলেকে সভাপতি বানিয়েছেন অধ্যক্ষ বাবা। তাদের অনিয়মের শেষ নেই। আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই। সঠিক তদন্ত চাই। এই ঐতিহ্যবাহী মাদরাসার সুনাম কেউ ক্ষুন্ন করুক সেটা আমরা চাই না। নিয়োগ বাণিজ্য ও বাবা ছেলের দুর্নীতির বিচার চাই। যাতে আর কেউ এসব করার সাহস না পায়।
এবিষয়ে জানতে ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আজিবুর রহমান বলেন, আমার ছেলের বিষয়ে আপনার আপত্তি কথায়। আমিতো আপনার সব কথার উত্তর দিতে পারবোনা। একটা তদন্ত হচ্ছে সেটা হোক। ঠিক আছে ভাল থাকবেন।
সম্প্রতি এই অভিযোগের তদন্তে মাদরাসাটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এবিষয়ে তিনি বলেন, আমি দ্বায়িত্ব পেয়ে তদন্তে গিয়েছিলাম। তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। এছাড়া শিক্ষা অফিসার জড়িতের যে অভিযোগ করা হয়েছে তাও দেখা হচ্ছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি