1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর মাধ্যমিকের তিন শ্রেণির বই ছাপার চুক্তিই হয়নি, জানুয়ারিতে নতুন বই পওয়া নিয়ে শঙ্কা

নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী নভোথিয়েটারের মাল্টিপারপাস হলে সনদ প্রদান ও স্বীকৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫ (কোহর্ট–১)’।
গতকাল (১৩ নভেম্বর) বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ), শি-স্টেম (SheSTEM) এবং রাজশাহী নভোথিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি সম্পন্ন হয়।

বৈজ্ঞানিক কৌতূহলকে বাস্তব দক্ষতায় রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে গত অক্টোবর জুড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন নারী শিক্ষার্থী এবং ৬ জন পুরুষ শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, গবেষণা দক্ষতা, মানবসম্পদ ব্যবস্থাপনা, টেলিস্কোপ পরিচালনা, ডিজিটাল আইডেন্টিটি এবং ইনোভেশনসহ বিভিন্ন তত্ত্বীয় ও ব্যবহারিক সেশনে অংশ নেন।

প্রোগ্রামটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৫ (লিঙ্গ সমতা) এবং এসডিজি ১৭ (অংশীদারিত্ব)—এর লক্ষ্য অর্জনে সরাসরি সহায়ক হিসেবে পরিচালিত হয়। আয়োজকদের মতে, দক্ষতা-ভিত্তিক এই বিজ্ঞান শিক্ষা উদ্যোগ তরুণীদের STEM ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি করেছে, যেখানে তারা প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের প্রযুক্তিগত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

ইন্টার্নশিপ চলাকালীন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, অধ্যাপক ড. ইকরাম হোসেন, ড. হাবিবুর রহমান; রুয়েটের সহকারী অধ্যাপক ঐশি জ্যোতি; নভোথিয়েটারের উপ-পরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। গ্রাজুয়েশন স্পিকার ছিলেন অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোজ্জামেল হোসেন বকুল, লাইটক্যাসেল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালটেন্ট ওমর ফারহান খান ও নাজমুল কবীর আল মেহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা।

উল্লেখ্য, শি-স্টেম বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের পেশাগত বিকাশে কাজ করে আসছে। অন্যদিকে বিএসসিএফ তরুণদের নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে দেশজুড়ে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি