1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর মাধ্যমিকের তিন শ্রেণির বই ছাপার চুক্তিই হয়নি, জানুয়ারিতে নতুন বই পওয়া নিয়ে শঙ্কা

জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পাঠ করা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবণ্টন প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও এবারের ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ পদ্ধতিতে হবে। থাকছে না কোনো নেগেটিভ মার্কিং।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবির ভর্তি পরীক্ষা হবে না। এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছেএদিকে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকাসহ চারটি শহরে একই দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও কুমিল্লা- এ চার শহরে একই প্রশ্নে একই দিনে অনুষ্ঠিত হবে। রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, লিখিত পদ্ধতিতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে একই উত্তরের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষকের মূল্যায়নে নম্বরের তারতম্য দেখা যায়। এ কারণে এবার শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এমসিকিউ হবে গতানুগতিক মুখস্থনির্ভর নয়।পরীক্ষার মান বণ্টন

মোট ১০০ নম্বরের পরীক্ষায় এমসিকিউতে ৭২ নম্বর, এসএসসি বা সমমানের জিপিএতে ১০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএতে ১৮ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি অনুষদে ৭২ নম্বরের এমসিকিউ তিনটি বিষয়ে, প্রতি বিষয়ে ২৪ নম্বর করে। ব্যবসায় শিক্ষা অনুষদে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা এবং বিজ্ঞান অনুষদে রসায়ন ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলকসহ গণিত বা জীববিজ্ঞানের যে কোনো একটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। বিভাগ পরিবর্তন করে পরীক্ষাদিলে সাধারণত ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এ তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে জবি ১ম বর্ষের ভর্তি আবেদন এবং চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে ‘এ, বি, সি ও ডি’ প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১ হাজার টাকা এবং ই-ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা দিতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা; এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১টা ধেকে দুপুর ১২টা; সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা; ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা; বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি