1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর মাধ্যমিকের তিন শ্রেণির বই ছাপার চুক্তিই হয়নি, জানুয়ারিতে নতুন বই পওয়া নিয়ে শঙ্কা

রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পাঠ করা হয়েছে

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম (আরইউএইচইআরএফ)-এর ২০২৪–২৫ কার্যবছরের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সুজন আলী জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিনহাজুর রহমান। রোববার (৯ নভেম্বর) ফোরামের উপদেষ্টাদের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোছা. নূর-ই-মালেকি ও মো. ফরহাদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. রাহনুমা আফরিন, পূজা রাণী নন্দী ও শিরিন আক্তার সাথী, সাংগঠনিক সম্পাদক ফারহাতুন নিসা সিয়ামি ও লুইস সুলতানা, সহকারী সাংগঠনিক সম্পাদক শিরাজুম মুনিরা সামিয়া, কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান শুভ, সহকারী কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান দিপু ও মোস্তাফিজুর রহমান, অফিস সম্পাদক তনু দে, সহকারী অফিস সম্পাদক ঐশী সরকার।

এছাড়াও মানবসম্পদ সম্পাদক আবতাহী ইসলাম তারিক ও উপমা সাহা, সহকারী মানবসম্পদ সম্পাদক মো. মাসুম ইকবাল ও জুবায়ের হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক (স্টেম) কনক মেহরাব শিবলী,
সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (স্টেম) আফরোজা সুলতানা, সিফাত আহমেদ ও এ.টি.এম. ইকরাম উদ্দিন নির্জর,
শিক্ষা ও গবেষণা সম্পাদক (নন-স্টেম) আনিকা আফরিন তিশা, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (নন-স্টেম) মো. শরিফুল ইসলাম, মোছা. জান্নাতুল ফেরদৌস ও মো. জিহাদ।

জনসংযোগ সম্পাদক মো. নাজমুল হুদা,
সহকারী জনসংযোগ সম্পাদক রাফিউর ইসলাম ও মো. মাজহারুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. আরমান হোসেন ও মো. তাসরিফ হোসেন সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. শিহাব উদ্দিন, শামীম হোসেন ও স্যামন্তি মৌরী পাল,
প্রকাশনা ও প্রচার সম্পাদক তাসনিয়া তিথি,
সহকারী প্রকাশনা ও প্রচার সম্পাদক: প্রিয়াঙ্কা রায় ও মো. আল ইমরান, গ্রাফিক্স ডিজাইন সম্পাদক রুবায়া জান্নাত,
সহকারী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক মো. সায়েদ হাসান ও মোছা. আনিকা আশরাফ।

এছাড়াও কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক রাকিব হোসেন, সহকারী কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক মো. ফয়জুল ইসলাম ও মো. মাহেদী হাসান, আইটি ও মিডিয়া সম্পাদক নুসরাত ঈশিতা, সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক মোছা. রেজওয়ানা আক্তার হিমু, নিশাত ফারজানা জয়া ও মো. সাদমান রাফিউ সিনহা, ইংলিশ চ্যাট ক্লাব কো-অর্ডিনেটর সাদিয়া নুসরাত, ফারজানা ইসলাম মেহেক, সিনিয়র এক্সিকিউটিভ সদস্য মৃত্তিকা, সুমাইয়া আক্তার শান্তা, হাফিজা আক্তার, মোছা. মোনিরা খাতুন, সৃষ্টি দে ও ঋত্বিক সাহা। জুনিয়র এক্সিকিউটিভ সদস্য মোছা. নাফিজা হক সাবা, মো. তাহমিদ, রাফিয়া করিম ও ফারিয়া আক্তার মাইশা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে ফোরামটি কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তাভাবনা ও বৈশ্বিক শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফোরামের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে, দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে অনলাইন ও অফলাইন ওয়েবিনার আয়োজন, ইংলিশ চ্যাট ক্লাব পরিচালনা, রিসার্চ মেথোডোলজি কোর্স পরিচালনা এবং আরএইচডি হাব সেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রম, পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট ওয়ার্কে সম্পৃক্ত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি