
আবু রায়হান, স্টাফ রিপোর্টার।
রংপুর নগরীর তাজহাট থানার শেখপাড়া (ভোকরাম) এলাকায় জনদূর্ভোগ দূরীকরণের লক্ষ্যে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে স্থানীয় জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় এলাকাবাসীর ভোগান্তি লাঘবে তিনি রাস্তা নির্মাণে নগদ ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) অনুদান প্রদান করেন।
এসময় অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রাজনীতি মানে জনগণের সেবা করা। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। এলাকার প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, তাজহাট থানা সেক্রেটারি শফিকুল আলম রমজান প্রমুখ।
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকায় তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা নির্মাণের উদ্যোগ ও অনুদান প্রদানের জন্য তারা অধ্যাপক বেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply