
রিয়াজুল ইসলাম
পবিপ্রবি প্রতিনিধি
গত ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। যেখানে উল্লেখ করা হয় গত ২৫ শে অক্টোবর দ্যা ডেইলি ক্যাম্পাস সহ আরো কয়েকটি পত্রিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন পদে পদোন্নতির অনিয়ম বিষয়ে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকল আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা ও মেয়াদকাল এবং সনদের সঠিকতা বিশ্ববিদ্যালয়ের বিধির আলোকে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাহমুদ রব্বানী-কে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ড. মো: মিরাজুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের
প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইকোনমিক্স এ্যান্ড সোসিওলজি বিভাগের প্রফেসর ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: আবু ইউসুফ।
অফিস আদেশ অনুযায়ী, উক্ত কমিটিকে আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে আবেদনপত্রসমূহ যাচাইপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply