নিশান খান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ নিরাপত্তা অফিসের সামনে এক বহিরাগতকে প্রহার এবং বাধা দিতে গেলে ডেপুটি রেজিস্ট্রারকে রক্তাক্ত করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৩০ জুন দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্তে জানা গেছে, মুহতাসিম ফুয়াদ (রোল নং ৪৩৭, রেজি নং ২০২৩০৮৫৭১৭২, শিক্ষাবর্ষ ২০২২–২০২৩, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল) এক বহিরাগত ব্যক্তিকে নিরাপত্তা অফিসের সামনে প্রহার করেন এবং এ সময় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-২) মো. জেফরুল হাসান চৌধুরীর মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।
ঘটনাটি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৫(ঘ) ধারার লঙ্ঘন বলে গণ্য করা হয়েছে।
এ ঘটনার তদন্তে অধ্যাদেশের ৪ (১) (ক) ধারা অনুযায়ী চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন: অধ্যাপক ড. মো. এমরান জাহান – সভাপতি (ইতিহাস বিভাগ); অধ্যাপক ড. মো. কামরুজ্জামান – সদস্য (প্রাণিবিদ্যা বিভাগ); জনাব শামীমা নাসরীন জলি – সদস্য; জনাব মো. সোহেল রানা – সদস্য-সচিব (সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও ডেপুটি রেজিস্ট্রার, প্রক্টর অফিস)।
কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও, সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মুহতাসিম ফুয়াদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আদেশ ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারার ভিত্তিতে কার্যকর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply