1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৬ মাসে ১২ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার: শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে কর্তৃপক্ষ পীরগাছায় বাঁচতে চান ইটভাটা শ্রমিক শহিদুল, দরকার ১৫ লক্ষ টাকা- ‎পটিয়ায় রথযাত্রা অনুষ্ঠান বানচালের চেষ্টা, আয়োজকদের প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ  ‎ ‎হাবিপ্রবি’তে ৪৪তম বিসিএস এর ফলাফল পুনর্মূল্যায়নসহ ৫ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ‎ ইবি’র দুই বিভাগে সভাপতির রদবদল  নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই খুনিদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন  কালীগঞ্জে সাংবাদিকদের জন্য ফল উৎসব ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত রাস্তাঘাটের বেহাল দশা, চরম ভোগান্তি ইবি শিক্ষার্থীদের বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব মিল্লাত ট্রাস্ট এরিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ: সাবেক সেনাসদস্যের স্ত্রী আটক

ক্ষমতার অপব্যবহারের জেরে শিক্ষার্থীদের কাছে মার খেলেন সাংবাদিক রায়হান আবিদ

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে

 

বাকৃবি প্রতিনিধি :

শিক্ষার্থীদের সঙ্গে উগ্র আচরণ, সাংবাদিক হিসেবে ক্ষমতা প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একজন সাংবাদিক রায়হান আবিদ সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে ৫ আগস্টের পর আবিদকে ছাত্রদলের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

সোমবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলাকালীন ওই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রম চলাকালীন রায়হান আবিদ বারবার কক্ষে প্রবেশের চেষ্টা করেন। এতে উপস্থিত শিক্ষার্থীরা তার কাছে কারণ জানতে চাইলে তিনি উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন এবং তর্কে জড়ান। এসময় শিক্ষার্থীরা তার উগ্র আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা তাকে চড়-থাপ্পর দিয়ে ধাওয়া করেন।

 

ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘রায়হান আবিদ একসময় তৎকালীন বাকৃবি ছাত্রলীগের সভাপতি তায়েফ রিয়াদের একান্ত সহযোগী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ নেতা এম এ ইউসুফের বেশ ঘনিষ্ঠ ছিলেন। সে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে উগ্র আচরণ, হলে ক্ষমতা প্রদর্শন করে আসছিল। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পদধারী হওয়ায় সব জায়গায় ক্ষমতা দেখাতো সে।‘

 

সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের সাথে কথা বললে একাধিক শিক্ষার্থী বলেন, ‘রায়হান আবিদ হলের সিনিয়র-জুনিয়র সবার সাথে উগ্র আচরণ করত। সে হলে প্রভাব বিস্তার করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইত। আবিদের কেনা মোটরসাইকেল হলের ছাত্রলীগ নেতা ইউসুফ সবসময় ব্যবহার করত। গত বছরের সেপ্টেম্বরে সে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে একটি সিঙ্গেল রুমে একাই থাকতে চেয়ে ওই হলের সব শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এক পর্যায়ে হলের শিক্ষার্থীরা তাকে হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে বাকৃবি প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান সবুজ তাকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়া থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের মধ্যস্ততায় বিষয়টির সমাধান করা হয়। এখন সে ওই হলে সিঙ্গেল রুম দখল করে একাই থাকে।’

 

উল্লেখ্য, রায়হান আবিদ দৈনিক জনকণ্ঠ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, দৈনিক আমাদের সময় ডট.কম, ডেইলি এশিয়ান এজ, দেশের ডাকসহ কয়েকটি অনলাইন পোর্টালের বাকৃবি প্রতিনিধি ছিলেন। বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামান সবুজ ব্যক্তিগত স্বার্থে রায়হান আবিদকে কে সাথে নিয়ে ‘বাকৃবি প্রেসক্লাব’ নামে একটি সংগঠন গঠন করেন। বাকৃবি প্রেস ক্লাবের পেইজ থেকে একাধিক শিক্ষক ও প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও নানা অপপ্রচারে লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নাজমুল আহসান হল সূত্রে জানা যায়, বাকৃবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিসালাত আলিফ নাজমুল আহসান হলে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। জুনিয়র শিক্ষার্থীদের রাতভর গেষ্টরুম করাতেন। ৫ আগস্টের পর সে নিজেই হল থেকে বের হয়ে যায়। পরবর্তীতে মাওলানা ভাসানী হলে তাকে আশ্রয় দেওয়া হয়।

 

হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আবিদ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। একাধিকবার ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’

 

ঘটনার বিষয়ে অভিযুক্ত সাংবাদিক রায়হান আবিদ বলেন, ‘আমাকে আকস্মিকভাবে কোনো কারণ ছাড়াই ৭-৮ জন এসে মারতে থাকে। আমি এখন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছি। ডাক্তার আমাকে কানের দুইটা টেস্ট দিয়েছে। আমি এক কানে কিছু শুনতে পারছি না।’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘আমি ভর্তি কার্যক্রমে ব্যস্ত ছিলাম। দুপুরের দিকে টিএসসি কক্ষের বাইরের দিকে একটা হট্টগোল শুনতে পাই। আমাদের সহকারী প্রক্টর সেখানে যায় এবং কয়েক মূহুর্ত পরেই ফিরে আসে। সেখানে ঠিক কি হয়েছে আমার জানা নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি