1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর কোতয়ালী থানা জামায়াতের উদ্যোগে সক্রিয় সহযোগী শিক্ষাশিবির অনুষ্ঠিত। নির্বাচনবিহীন বাকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন;ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ভূরুঙ্গামারীতে সামান্য বৃষ্টিতেই দুধকুমার নদের তীর রক্ষা বাঁধে ধস আমার মেয়ে বড় হয়ে শহিদের মেয়ে বলে পরিচয় দিতে পারবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে  শিবিরের ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেলেন খ্রিস্টান শিক্ষার্থী জামায়াত নেতাকে চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা জিয়া মঞ্চ নেতার শিক্ষার্থীদের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রাবাসের ভাড়া নির্ধারণ পাঁচশ গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মেরিটাইম ইউনিভার্সিটিতে “Intellectual Property Rights and Patent” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকৃবির দুই অধ্যাপকের গবেষণায় অনন্য অবদান, নির্বাচিত হলেন বিএএস ফেলো

শিবিরের ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেলেন খ্রিস্টান শিক্ষার্থী

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০ বার পাঠ করা হয়েছে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবিরের ‘একুশ শতকের চ্যালেঞ্জ ও যুব মানস’ শীর্ষক বিশেষ সেমিনার এবং ‘আল কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা-২০২৫’ এর পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় এক খ্রিস্টান শিক্ষার্থীও পুরস্কার পেয়েছেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী লেখক, গবেষক ও একাডেমি-২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘আল-কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা-২৫’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিলো ২৯ রমজান (৩১ মার্চ)।তিন গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ ছিল। বিজয়ীদের মধ্যে ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী পাভেল রোজারিও।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান নাইম বলেন, ‘পবিত্র রমজানের বরকতময় মাসে আমরা আল-কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে পেরেছি। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও অন্যান্য ধর্মাবলম্বী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশা ও আত্মবিশ্বাসকে আরও বর্ধিত করেছে। তিনটি ক্যাটাগরিতে মেধা ও আন্তরিকতার ভিত্তিতে ২১ জন বিজয়ীকে আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।’

তিনি বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ ও যুব মানস’ শীর্ষক মূল্যবান আলোচনায় স্বনামধন্য লেখক ও গবেষক জিয়াউল হক আমাদের আলোকিত করেছেন। তাঁর বাস্তবভিত্তিক ও যুগোপযোগী বক্তব্য তরুণদের মধ্যে চিন্তার জাগরণ সৃষ্টি করেছে। ছাত্রশিবির সবসময় বিশ্বাস করে, ইসলামী আদর্শে গড়ে ওঠা একদল আদর্শিক, দেশপ্রেমিক ও জ্ঞাননির্ভর ছাত্রসমাজই পারে এই জাতিকে কাঙ্ক্ষিত মুক্তির দিকে নিয়ে যেতে। আমরা ভবিষ্যতেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এমন সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত রাখব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি