নিজস্ব প্রতিনিধি:
ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোঃ রাজু আজ দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রাজু পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তাঁকে পানিতে নড়াচড়া না করতে দেখে সহপাঠীরা চিৎকার শুরু করেন এবং তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইনস্টিটিউটের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, পুকুরটিতে কোনো সতর্কতামূলক নির্দেশনা বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
সিভিল বিভাগের এক সহপাঠী আবির হোসেন বলেন, “রাজু খুব প্রাণবন্ত আর মিশুক ছিল। ওর চলে যাওয়া আমাদের সবাইকে ভেঙে দিয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।”
আরেক শিক্ষার্থী বলেন, পুকুরে নিয়মিত ছাত্ররা গোসল করে, কিন্তু এমন দুঃখজনক ঘটনা ঘটবে তা একেবারে ধারনার বাহিরে।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনে পুকুর এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাজুর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহপাঠী ও বন্ধুদের আবেগঘন শোকবার্তায় ভরে উঠেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Leave a Reply