মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বানারীপাড়ায় মুলহোতা সহ আন্ত:জেলা ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্দ্বার করা হয়।১৭ মে শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে থানা উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে ঢাকা’র সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে মাসুদ রানা(৩০),মো: হাসান(৩১) ও মো: রায়হান (৩৪)কে গ্রেফতার করে পুলিশের একটি টিম।গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একইদিন(১৭ মে রাতে) বরিশাল জেলা ডিবি পুলিশের সহায়তায় বরিশাল মহানগরের ফকির বাড়ি রোড এলাকা থেকে ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের মুলহোতা নুরুজ্জামান মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্দ্বার করা হয়।
সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের খলিসাকোঠা মাধিমিক বিদ্যালয় সহ দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে চুরি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল (১৯ মে) সকালে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হবে। চুরির সাথে জড়িতদের খুজে বের করে সকলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
Leave a Reply