মিঠাপুকুরে চুরি বেড়েই চলেছে: চোর ধরায় এলাকাবাসীর ক্ষোভ ও উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: শরিফ মন্ডল
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৫নং বলারহাট ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, খন্দকারপাড়া গ্রামের নাদিম এবং মোর্ডান বাজার এলাকার রিয়াদ দীর্ঘদিন ধরে চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আজ (তারিখ উল্লেখ করুন) এই দুইজন ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এলাকাবাসীর হাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক অভিযোগ থাকলেও এতদিন প্রশাসনের তেমন কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। আজকের ঘটনার পর রবিন মিয়া নামের এক ব্যক্তি মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তারা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাতে ঘুমাতে পারি না, কখন কী নিয়ে যায় সেই দুশ্চিন্তায় থাকি।”
এই অবস্থায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক।
বিষয়টি নিয়ে বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত বলেন, “আমরা ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। এই ধরণের অপরাধ যেন আর না ঘটে, সে জন্য জনসচেতনতা বৃদ্ধি করা হবে।
স্থানীয়দের বিশ্বাস, যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
Leave a Reply