রিপন শাহরিয়ার, বেরোবি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর শাশুড়ি হাজেরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ।
এর আগে রবিবার (২৩ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজেরা বেগম।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে মরহুমার মৃত্যুতে পৃথকভাবে শোক জানিয়েছেন বেরোবির প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এছাড়াও তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ মাগরিব রংপুরের পীরগঞ্জ উপজেলার নিজ পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হবে।
Leave a Reply