
তারিকুল ইসলাম তাজ, রংপুর
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট)–এর ক্যাম্পাসে শুক্রবার প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুর বিভাগের ১০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মোট ১৫৬ জন শিক্ষার্থী এই আঞ্চলিক পর্বে অংশ নেন।
শীর্ষ দশের মধ্যে চারজন শিক্ষার্থী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে নির্বাচিত হন। আঞ্চলিক বিজয়ীরা তাদের মেধা, প্রস্তুতি ও ধৈর্যের মাধ্যমে প্রতিযোগিতায় নিজস্ব দাপট দেখান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ শামীম রেজা, ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য, বাউস্ট। স্বাগত বক্তব্য দেন রংপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং বাউস্টের বিভাগীয় প্রধান মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ শওকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ড. কল্যাণ কুমার দে, এবং ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মুহাম্মদ খায়রুল বাশার।
প্রতিযোগিতার সমাপনীতে শীর্ষ দশ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত জাতীয় ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।
এই আঞ্চলিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও গবেষণার মনোভাবকে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে তাদের প্রস্তুতির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply