1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা অভিযোগ-এখানকার অভিভাবকরা মুর্খ ওদের কথা শুনবেন না- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরদের সাফল্য অর্জন আমার বাবা ইসলামের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন’ — নিহত নুর আলমের ছেলের বক্তব্য বানারীপাডা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দিন দুপুরে দূধর্ষ চুরি, ‘অর্ক সাংস্কৃতিক জোট’ এর নেতৃত্বে কামরুল ও প্লাবন জকসুতে ছবিসহ ভোটার তালিকা ‎‎নারী শিক্ষার্থীদের ছবিসহ তথ্য প্রকাশে ক্ষোভ ছাত্রী সংস্থার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত মিঠাপুকুরে প্রত্যাশা ক্রয় -বিক্রয় কেন্দ্রের পরিচিত সভা ও গাছের চারা বিতরণ বানারীপাড়ায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ বাকৃবির রক্তদাতা সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা অভিযোগ-এখানকার অভিভাবকরা মুর্খ ওদের কথা শুনবেন না- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

 

হারুন-অর-রশিদ বাবু;

রংপুর সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্যতার কথা বলে, দাবীদাওয়া আদায় নিয়ে দীর্ঘদিন রাজপথে আন্দোলনে ব্যস্ত। কোন কোন শিক্ষক গণমাধ্যমকে বলেন, ২০ বছরেও একটি দেশী মুরগী খেতে পারেন না, কেউ বলেন, ৫০ বছর বয়সেও বিয়ে করতে পারেন না। অনেকেই আবার পাঙ্গাশ মাছকে ইলিশ বলে সন্তানদের খাওয়ান বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অফ দ্যা কান্ট্রিতে পরিনত হয়েছে।

আন্দোলনের অপরপ্রান্তে রংপুরের পীরগাছা উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর অর্পিত কর্তব্য পালনে চরম অনিহাও হরহামেশাই দেখা যায়। তাঁরা সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে ও জাতিকে তিরস্কারের জন্য এধরনের অসত্য অপপ্রচার করছেন। সম্প্রতি দেখা গেছে মুরগী কিনে খাওয়া সামর্থ হীন শিক্ষকেরও আছে ৫ তলা বিশিষ্ট বাড়ি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭:০০ ঘটিকায় স্থানীয়দের দেয়া তথ্যমতে উপজেলার পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কোড: ১০৫০৫০৬০৮) গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। স্থানীয়রা জানান সারারাত এভাবেই পতাকা উড়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন করে রাতেও নামানো হয়নি। নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও শিক্ষকদের দায়িত্ব অবহেলায় রাতেও উড়েছে পতাকা।

সরেজমিনে গেলে স্থানীয় অভিভাবক আব্দুল বারেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই স্কুলের শিক্ষকরা এখন মাথার উকুন দেখা আর গল্প করার জন্য স্কুলে আসে। শিক্ষকদের অবহেলায় এখন বিদ্যালয়টিতে শিক্ষার্থী নাই বললেই চলে। জাতীয় পতাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা উদাসীনতাই প্রমাণ করে তাদের দায়িত্ববোধ।

স্থানীয় শিক্ষক সুমন পারভেজ বলেন, নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে কিন্তু বিদ্যালয়টিতে শিক্ষকদের অবহেলায় রাতেও জাতীয় পতাকা নামানো হয়নি।

ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক এসএমসির সদস্য ও চর তাম্বুলপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মশিউর রহমান বলেন, জাতীয় পতাকা আমাদের একটি গর্বের জিনিস, এটি আমাদের অস্তিত্ব এটি সঠিক সময়ে উত্তোলন এবং নামানো সবারই দায়িত্ব। রাতে জাতীয় পতাকা উড়ানো অবমাননার সামিল। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থী শুন্যতার দিকে যাচ্ছে। মানসম্মত পাঠদান না করানোর কারণে নিকটতম অভিভাবকরাও তাঁদের সন্তানদের অনেক দুরের বিদ্যালয়ে পাঠিয়ে দেন।

গণমাধ্যম কর্মীরা সকালে বিদ্যালয়ের পতাকা উড়ানোর ভিডিও ধারণ করতে গেলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী মমিনুল ইসলাম তারাহুরো করে পতাকাটি নামান এবং বলেন, গতকাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে পরিষদে গেছিলো, সেখান থেকে সন্ধার পর এসেছেন। সহকারী শিক্ষকরা পতাকা না নামালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি করবে?

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরেফা বেগম বলেন, আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে পতাকা নামাইছে। স্থানীয় ইউনুস মাষ্টার শত্রুতা বসত আমাকে বিপদে ফেলার জন্য সাংবাদিক ডাকছে। এখানকার অভিভাবকরা মুর্খ ওরা কিছু বোঝেনা ওদের কথা শোনবেন না। তিনি আরও বলেন ২০১৬ সাল থেকে এই স্কুলে আছি কেউ আমার দোষ বলতে পারবে না।

উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা অবমাননার বিষয়ে শুনেছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলকে ফোন করা হলে তিনি বলেন, আমাকে ছবি পাঠিয়ে দেন আমি বিষয়টি দেখছি। পরে তাকে ছবি পাঠানো হলে, তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি