1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলনের মুখে ববি উপাচার্য ড. শুচিতা শরমিন কে অপসারণ-নতুন উপাচার্য তৌফিক আলম বানারীপাড়ায় বন্দর বাজারের নালাগুলো ময়লা-আবর্জনায় সয়লাব বানারীপাড়ায় বন্দর বাজারের নালাগুলো ময়লা-আবর্জনায় সয়লাব সোকসাসের বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কার্যালয় উদ্বোধন ভিসির পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষিত দক্ষিণ বঙ্গ ব্লকেড কর্মসূচি ববি শিক্ষার্থীদের মেরিটাইম ইউনিভার্সিটিতে তারুণ্যের বৈশাখ অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘রবীন্দ্র-জয়ন্তী’ আইইবি স্বীকৃতি প্রদানের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান নবীনদের বরণ করে নিল আরসিজেপিসি ববি ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে-দেখা নেই প্রশাসনের।

সোকসাসের বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিকতা সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। একই দিনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকা–র হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ গণ্যমান্য অতিথিবৃন্দ।

অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকতার মূল কথা হলো দায়িত্ব ও বস্তুনিষ্ঠতা। সোকসাসের সদস্যরা এ বিষয়ে সচেতন এবং নিষ্ঠাবানভাবে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসার দাবিদার। কলেজ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”
প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবনে সাংবাদিকতার ভিত্তি তৈরি হলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “একজন ভালো সাংবাদিকের যাত্রা শুরু হয় তার ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এটি এখন একটি প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।”
খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা। তরুণদের এই মূল্যবোধ ধারণ করে এগিয়ে আসা দরকার।”
সোকসাস সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, “তিন বছরের পথচলায় আমরা তথ্যভিত্তিক ও শিক্ষামূলক সাংবাদিকতায় গুরুত্ব দিয়েছি। আজ নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমাদের সংগঠনের ভিত্তি আরও দৃঢ় হলো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান সাংবাদিক সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে সোকসাসের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ও চতুর্থ বছরে পদার্পণের ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সোকসাস ক্যাম্পাস সাংবাদিকতায় তথ্যভিত্তিক, শিক্ষামূলক ও সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও সংগঠিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি