বিশ্বজুড়ে এখন নতুন আলোচিত ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে যা এইচএমপিভি নামেও পরিচিতি। তবে গবেষকরা বলছেন, এই ভাইরাস নতুন কিছু নয়। ২০০১ সালে দেশে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। সেই সময় ঢাকার কমলাপুরের একটি বস্তিতে শিশুদের নমুনা পরীক্ষা করে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করছেন গবেষক দলের সদস্য যুক্তরাষ্ট্রের জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডিজিস এপিডেমিওলজি অ্যান্ড কন্ট্রোল বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট আবদুল্লাহ ব্রুকস। তার মতে, এই ভাইরাসের সংক্রমণের হার বছরের পর বছর পরিবর্তিত হতে পারে। বর্তমানে চীনসহ উপমহাদেশে এইচএমপিভির স্বাভাবিকের চেয়ে বেশি আক্রান্তের ঘটনা দেখা যাচ্ছে। দুই বছর আগেও যুক্তরাষ্ট্রে একই ধরনের উচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছিল।
Leave a Reply