রিপন শাহরিয়ার, বেরোবি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামের বিচার সুষ্ঠু তদন্ত না করে আবু সাইদ হত্যা মামলায় আসামি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২ টায় একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে মানববন্ধনটি শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর হয়ে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসুচি নেয় তারা এবং বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ও প্রক্টর ড. ফেরদৌস রহমান বরাবর অভিযোগ দায়ের করেন তারা।
এসময় শিক্ষার্থীরা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দেখতে চেয়ে কেন ১৬ জুলাই হত্যাকান্ডে মুলহোতাদের গ্রেফতার না করে তাকে কেন গ্রেফতার করা হল এ বিষয়ে প্রশ্ন রেখে যান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবিন বলেন, “আমাদের শিক্ষককে পুলিশি তদন্তের কথা বলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ আট মাস তাকে জেলে রাখা হয়।যতবার কথা বলেছি তারা বলেছে তদন্তের স্বার্থে রাখা হয়েছে। কিন্তু এখন প্রসিকিউটর বলছেন ওনি মুল হোতা। ওনার নির্দেশে গুলি করা হয়েছে। কিন্তু ১৬ জুলাইয়ে আবু সাঈদের বুকে পুলিশ গুলি চালিয়েছে।তাদেরকে না ধরে কেন আমাদের শিক্ষককে ধরা হয়েছে। আমরা চাই এর সুষ্ঠ তদন্ত ।
আরেক শিক্ষার্থী বলেন,” আমাদের শিক্ষককে পরোয়ানা জারি না করে গ্রেফতার করা হয়েছে। আমাদের দাবি হলো উনি ২৪ নম্বর আসামী ওনাকে কেন গ্রেফতার করা হলো বাকিদের কেন হলো না।আমরা চাই ন্যায় বিচার। তাই এ বিষয়ে ঢাকা থেকে তদন্ত না করে সরাসরি বিশ্ববিদ্যালয় এসে তদন্ত হোক।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে সোমবার (১৮ নভেম্বর ২০২৪) রাতে পিবিআই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Leave a Reply