গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে প্রশাসনিক ভবনের তালা মেরে কম্পিলিট শার্টডাউন কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘটনার মধ্যে দাবী আদায় না হলে “ঢাকা টু লং মার্চ” যাওয়ার ঘোষনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।
আজ সোমবার (০৫ মে) সকাল ১১টায় গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্ত্বরে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে কম্পিলিট শার্টডাউন কর্মসূচী পালন করে। এসময় তারা দাবী আদায়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।
অবস্থান কর্মসূচি চলাকালে ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, ২য় বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার, নিপা আক্তার, ১ম বর্ষের শিক্ষার্থী চন্দ্রা মজুমদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, অবিলম্বে সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও আমাদের দাবী মানা হচ্ছে না। যে কারনে কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে কম্পিলিট শার্টডাউন কর্মসূচী পালন করেছে। ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবী মানা না হলে ঢাকা টু লং মার্চ করা হবে।
Leave a Reply