পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটদের নিয়ে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান এবং পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ (বৃহস্পতিবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদের দুইটি ইউনিট(চারটি উপদল) এবং গার্ল ইন রোভার স্কাউটদের একটি ইউনিটের(দুইটি উপদল) দিক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যাল রোভার স্কাউটের সভাপতি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ, এল.টি. বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর ড. জিল্লুর রহমান, সম্পাদক পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ও অন্যান্য রোভারমেট এবং বর্তমান ও সাবেক স্কাউট সদস্যরা। নবীন স্কাউট সদস্যদের দিক্ষা প্রদান করেন বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ।
দীক্ষা অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের স্কাউট সম্পাদক এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ জিল্লুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং সংযমের মাস রামাদান সম্পর্কে আলোচনা করেন। এরপর দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকল স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।