রিপন শাহরিয়ার, বেরোবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ছাত্রীদের জন্য নির্মাণাধীন কমনরুমের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এবং কবি হেয়াত মামুদ ভবনের মাঝে কমনরুমের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসন কমনরুম নির্মাণের কাজটি শুরু করেছিল, তবে সেই কাজটিকে ত্বরান্বিত করার জন্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। উপাচার্য বলেন, ছাত্রীদের কমনরুম নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ হতে চলেছে। মেয়েদের কমনরুমে মহিলাদের জন্য বাচ্চাদের ব্রেস্ট ফিডিং কর্ণারের ব্যবস্থা থাকবে। তিনি জানান, প্রথম তলার কাজ শেষে অতি শীঘ্রই ছাত্রীদের কমনরুমের দোতালার কাজও শুরু করা হবে।
কমনরুমের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি জানান মসজিদের সম্প্রসারণ কাজের মাধ্যমে পুরুষদের পাশিপাশি নারীদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হবে। এছাড়া মসজিদের খতিব ও মোয়াজ্জিনের জন্য আলাদা অফিসরুমও তৈরি করা হবে। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply