হুসাইন আল হিমেল, উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোসাদ্দেককে দুর্নীতির দায়ে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।
খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) ও ডিলার নিয়োগে অনিয়ম, ঘুষ গ্রহণ, এবং রাজনৈতিক পক্ষপাতের একাধিক অভিযোগ উঠে আসে রুহুল মোসাদ্দেকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ডিলারশিপ প্রদানের নামে প্রতিজন ডিলারের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এছাড়াও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে কিছু প্রভাবশালী পক্ষকে বিশেষ সুবিধা দেন বলেও অভিযোগ রয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিমলা উপজেলা সদরে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় নাগরিক সমাজ তার অপসারণের দাবিতে সোচ্চার হয়। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়ায় রুহুল মোসাদ্দেককে প্রথমে রাজশাহীতে বদলি করা হয়। তবে পরবর্তীতে বিভাগীয় তদন্ত শেষে স্থায়ীভাবে অপসারণের নির্দেশ জারি করে অধিদপ্তর।
এদিকে, রুহুল মোসাদ্দেকের বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি মামলা না হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, শুধু চাকরিচ্যুত করলেই বিচার শেষ হয় না; তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
উপজেলার সচেতন জনগণ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশাসনের কাছে দাবি, ভবিষ্যতে যেন এধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নিয়োগ ও কর্মপরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।
Leave a Reply