রিপন শাহরিয়ার, বেরোবি:
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইল কর্তৃক চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জরুরি নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়,
আমরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ছাত্রছাত্রীবৃন্দ, গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করছি। “সোমবার, ৭ এপ্রিল” বৈশ্বিক ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে আমরাও এই আন্দোলনে অংশ নিচ্ছি— no classes, no labs, no business as usual.
নোটিশে আরো বলা হয়, একটি জনগোষ্ঠীকে বোমা মেরে, অভুক্ত রেখে এবং নিশ্চিহ্ন করে দেওয়ার সময় আমরা নীরব থাকতে পারি না।
এটি একটি নৈতিক দায়িত্ব। আসুন, শুধু পর্দার আড়াল থেকে নয়, একসাথে কণ্ঠ তুলুন—সংযুক্ত হই, প্রতিবাদ করি, সংগঠিত হই এবং কার্যকর হই।
আমরা সকল বেরোবিয়ান এবং দেশের সকল ছাত্রছাত্রীকে এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে বেরোবি শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, দখলকার ইসরায়েলের গাজাবাসীর প্রতি যে ইতিহাসের নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে সেটি বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের সাথে সংহতি জানিয়ে আমাদের এই কর্মসূচি।
এছাড়াও শিক্ষার্থীরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য জরুরি নোটিশে #stopthewar #PeaceForGaza #HumanityFirst #Ceasefire Now #GlobalAction Needed #UnitedForHumanity #NoToGenocide #standwith Palestine #JusticeForGaza #EndThe Violence এসব হ্যাশট্যাগও ব্যবহার করেন।
এ বিষয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply