দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে ভর্তিচ্ছুদের সকল প্রস্তুতি সমাপ্তির পথে। শেষ সময়ে সবকিছু গুছিয়ে কীভাবে পরীক্ষা শেষ করা যেতে পারে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা প্রিয়ন্তী মন্ডল।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণকালে শিক্ষার্থীদের করা ভুলগুলো নিয়ে তিনি বলেন, ‘এসময় শিক্ষার্থীরা যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম একটি হলো অত্যাধিক বই পড়া। এমন অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কোনো একটি বই ঠিকমতো না পড়ে অনেকগুলো বইয়ের দিকে ধাবিত হয় ফলে সম্পূর্ণভাবে শেষ করতে পারে না। আমি বলবো যে কোনো একটি বইকে মেইন বই হিসেবে রেখে তার সাথে কিছু তথ্য জানার জন্য অন্য বই বা উৎসের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া যে কোনো একটি বইকেই মূল বই হিসেবে পড়া উচিত।’
Leave a Reply