খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারীর অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করতে হবে।
Leave a Reply