স্টাফ রিপোর্টার:
রংপুর সদর উপজেলার চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আনিছুর রহমান লাকুকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গতকাল সোমবার (৫ মে) বিকেলে রংপুর নগরীর নূরপুরে এডহক কমিটির নব মনোনীত সভাপতি আনিছুর রহমান লাকুর নিজ বাসভবনে ফুল দিয়ে বরণ করে নেয়া নেয়া হয়।
এর আগে গত ৩ মে ২০২৫ ইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,দিনাজপুর এর বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুকে চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আজিজার রহমানকে অভিভাবক সদস্য, জগদীস চন্দ্র রায়কে শিক্ষক সদস্য ও প্রধান শিক্ষক এরশাদ হোসেনকে সদস্য সচিব করে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
এবিষয়ে চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদ হোসেন জানান, গণমানুষের নেতা লাকু ভাইকে সভাপতি হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে ঐতিহ্যবাহী চন্দনপাট উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান ধরে রাখতে অনন্য ভূমিকা রাখবেন।
Leave a Reply