1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় যুবকের মরদেহ উদ্ধার,পরিবারে চলছে আহাজারি শহীদ ওয়াসিমসহ ছয় শহীদের নামে কুবি ছাত্রশিবিরের তথ্য কেন্দ্র বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন কুবিতে ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ ভর্তিচ্ছু হাবিপ্রবিতে মব জাস্টিসের মাধ্যমে হামলাকারীদের বিচারের ঘোষণা বন্ধ নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া : বিপাকে শিক্ষার্থীরা কুবি এমসিজে বিভাগে ল্যাব সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ! দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের লটারি বাণিজ্য বন্ধ করে দিলো প্রশাসন কুয়েটের হলগুলোর তালা ভাঙছেন শিক্ষার্থীরা, ১ দফা দাবি ঘোষণা

ছাত্রজীবনে প্রতিটা ঈদ ক্যাম্পাসেই করেছি

  • প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে

রিপন শাহরিয়ার, বেরোবি:

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে মুসলমানরা এদিন একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করেন। এজন্য ঈদের দিনকে খুশির দিনও বলা হয়। ঈদকে কেন্দ্র করে সবারই কিছু না কিছু স্মৃতি জমা রয়েছে। বিশেষ করে ছোটবেলার সেই স্মৃতি তো না বললেই নয়। তেমনি ব্যতিক্রম নয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের ক্ষেত্রেও। এবারে ঈদে ঈদের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ঈদ আমি ক্যাম্পাসেই করেছি। কারণ ক্যাম্পাস দূরে হওয়াতে যাতায়াতের একটা বিষয় ছিল আর ঈদের পরেই আমাদের অধিকাংশ পরীক্ষা থাকতো। তখন বিশ্ববিদ্যালয় হলের ক্যান্টিন বন্ধ থাকায় বাইরের খাবার খেতে হতো। তবে যখন আমি বিদেশে পড়াশোনা করতে যাই তখন অনেক সময়ই নিজেই ডিম-খিচুড়ি রান্না করে খেতাম।

শৈশবের স্মৃতিচারণে তিনি বলেন, শৈশবের ঈদের অনুভূতি তো বলে বোঝানোর মতো না। শৈশবের বন্ধুদের সাথে ঈদের সেই আনন্দ আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন অনেক দায়িত্ব বেড়েছে। শৈশবের সেই দিনগুলো ফিরে পাওয়ার মতো না।

পরিবার নিয়ে এবারের ঈদের পরিকল্পনার বিষয়ে ড. মো. শওকাত আলী বলেন, আমাদের গ্রামের চাকরিজীবীদের একটা সংগঠন আছে। যে সংগঠন থেকেই আমরা প্রতিবারই হতদরিদ্রদের ঈদসামগ্রী দেওয়ার চেষ্টা করি। আর চট্টগ্রামের বন্ধুদের সাথে মেজবানের আয়োজনও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ঈদ উদযাপন বিষয়ে তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যেহেতু ঈদে হিন্দু-মুসলমান সবাই ক্যাম্পাসে থাকেন। তাই আমরা দুইটা খাসির ব্যবস্থা করেছি। আশা করি, এবারের ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
প্রসঙ্গত, ড. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (সম্মান) ও প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থানসহ ফলিত গণিত বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১২ সাল হতে তিনি ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বরে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি