
হাবিবুর রহমান হাবিব
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় এক্সিলেন্স গ্রামার অ্যান্ড সায়েন্স হাইস্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মোর্শেদা বেগম।
রিফাজ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, প্রেসক্লাব পীরগাছার সভাপতি সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, সহ-সভাপতি সাংবাদিক এম. খোরশেদ আলম, উপদেষ্টা সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল ইসলাম এবং এক্সিলেন্স গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান মুন্না।
উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে তিনটি স্টলকে সেরা স্টল হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে এক্সিলেন্স গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান মুন্না বলেন, পীরগাছায় এই প্রথম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হলো। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে আমরা একটি মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। আপনাদের সন্তানদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের—আপনারা নিশ্চিন্তে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।
Leave a Reply