
পীরগাছা (রংপুর) প্রতিনিধি—
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নেকমামুদ আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক ফজলুল হক ও সাখোয়াত হোসাইনের যৌথ সঞ্চালনায় মাদরাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা হুমায়ুন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ রেখা, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ জালাল মুন্সি, পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমিনুল্লাহ, কান্দি আর. আই. সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ, রামগোপাল হোসেনীয়া দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আবু তালেব, নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ, নেকমামুদ ল্যাবরেটরি মডেল স্কুলের অধ্যক্ষ ইসমাঈল হোসেন, মাদরাসায়ে মাদিনাতুল উলুমের মুহতামিম আব্দুল আউয়ালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শামছুল হক, নির্বাহী পরিচালক আব্দুল আজিজ, অর্থ পরিচালক মাওলানা নিজামুদ্দীন জাহাঙ্গীর, একাডেমিক পরিচালক রফিকুল ইসলাম, অবকাঠামো উন্নয়ন পরিচালক মমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পরিচালক রবিউল ইসলাম, পরিচালক মাওলানা নুরুল ইসলাম সিরাজী, জাহাঙ্গীর আলম ও হোসাইন আলী।
বক্তারা বলেন, একজন আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও সমন্বিত ভূমিকা অপরিহার্য। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী ও আধুনিক জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে নেকমামুদ আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
পরে বিভিন্ন শ্রেণির পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে পশ্চিমদেবু দাখিল মাদরাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আজিজ দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।
এসময় মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply