
হাবিপ্রবি প্রতিনিধি:
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক শোকবার্তায় ইউট্যাব-হাবিপ্রবি ইউনিট জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও মানবসম্পদ বিকাশ, নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। বিরোধী দল ও সরকার—উভয় ভূমিকাতেই তিনি রাজনৈতিক দৃঢ়তা, সহনশীলতা ও আপসহীন অবস্থানের পরিচয় দিয়েছেন। দেশের রাজনীতিতে একজন নারী নেতা হিসেবে তাঁর পথচলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ইউট্যাব-হাবিপ্রবি ইউনিট জানায়, এই মহীয়সী নেত্রীর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিবিদকে হারাল। তাঁর কর্মময় জীবন ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করা হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন ইউট্যাব-হাবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হাসান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
Leave a Reply