
মোঃসাজেদুর রহমান বিশেষ প্রতিনিধি মিঠাপুকুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ মিঠাপুকুর আসন থেকে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। বুধবার(২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ এর কাছ থেকে অধ্যাপক গোলাম রব্বানীর পক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য ও সাবেক উপজেলা আমির জয়নাল আবেদীন মাস্টার, আসাদুজ্জামান শিমুল আমির মিঠাপুকুর উপজেলা,শফিকুল ইসলাম,সেক্রেটারি ও চেয়ারম্যান ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা,আব্দুল জাহের নোমান সভাপতি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন,শাহ মোহাম্মদ হাফিজুর রহমান সাবেক উপজেলা সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান ৭নং লতিফপুর ইউনিয়ন পরিষদ,
হাফেজ গোলাম রব্বানী সভাপতি যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা শাখা, মাওলানা এনামুল হক বসুনিয়া নায়েবে আমির ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা
,শাহ্ হাফিজুর রহমান ফকির সেক্রেটারি ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা,সাজেদুর রহমান সবুজ কোষাধাক্ষ্য যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা,ফারুক হোসেন, চেয়ারম্যান ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ, নাজমুল হক, সহ-সভাপতি যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা,আলমগীর কবীর,সহকারী সেক্রেটারি, যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা, আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক যুব বিভাগ ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন শাখা, আব্দুল আখের, বিশিষ্ট ব্যবসায়ী, রাকিবুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী,বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মাওলানা এনামুল হক বলেন,অধ্যাপক গোলাম রব্বানী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে রংপুর -৫ মিঠাপুকুর আসনের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে অধ্যাপক গোলাম রব্বানী বিজয়ী হবে।
Leave a Reply