রিপোর্ট: হুসাইন আল হিমেল, জেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডোমার উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি তোফায়েল আহমেদ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের পর তোফায়েল আহমেদকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশে তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তোফায়েল আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং পরিবারের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তোফায়েল আহমেদের গ্রেফতারের খবরে ডোমারের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এ ঘটনাকে ‘আইনানুগ ব্যবস্থা’ হিসেবে দেখলেও, একটি পক্ষ এটাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও মন্তব্য করেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে চার্জশিট প্রদান করা হবে। প্রয়োজনে তোফায়েল আহমেদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
Leave a Reply