
ইবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের ‘সাজিদ হত্যাকাণ্ডে ছাত্রশিবিরকে জড়ানোর’ বক্তব্যকে সুস্পষ্ট মিথ্যাচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী হত্যার ঘটনা আড়াল করতে এবং ক্যাম্পাসজুড়ে ছাত্রদলের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরাতে ছাত্রদল শিবিরের ওপর দায় চাপানোর রাজনৈতিক অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় নেত্রী মানসুরা আলম সাজিদ হত্যার দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করছেন।
নেতারা বলেন, গত ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে ছাত্রশিবির শুরু থেকেই সক্রিয় ভূমিকা রেখেছে। কিন্তু কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে অভিযুক্ত করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। তদন্ত চলমান থাকা অবস্থায় ছাত্রদল নেত্রীর এমন ভিত্তিহীন বক্তব্য ‘ছাত্রদলের ঘৃণ্য লাশের রাজনীতি’ ছাড়া কিছু নয়।
বিবৃতিতে তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদল সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকাসক্তি থেকে নারী হেনস্তা—বিভিন্ন অপকর্মের মাধ্যমে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করে আসছে। অতীতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডেও দায় নিজেদের এড়াতে ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করেছে ছাত্রদল। তেজগাঁও কলেজের সাম্প্রতিক হত্যাকাণ্ডেও একই পুরোনো কুৎসা রটনার পথেই তারা হাঁটছে।
শেষে শিবির নেতৃবৃন্দ ছাত্রদল নেত্রী মানসুরা আলমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাজিদ হত্যাকাণ্ডে শিবিরকে জড়ানোর অসত্য অভিযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সত্যনিষ্ঠ, শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে ফিরে আসতে হবে। অন্যথায় এই দায় চাপানোর নোংরা রাজনীতি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের হত্যাকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে একটি ফেসবুক পোস্ট করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ইবি শাখা ছাত্রশিবির ওই ‘মিথ্যাচারপূর্ণ’ পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
Leave a Reply