মোছা: জান্নাতুল ফেরদৌস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
“Invest in Our Planet”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক গাছ বিতরণ কর্মসূচি।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কদম তলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভয় ফাউন্ডেশন’ আয়োজন করে এই বিশেষ কর্মসূচির। এতে মূল আকর্ষণ ছিল পুরনো বা ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে বিনিময়ে ইনডোর প্লান্টস প্রদান।
উদ্যোক্তারা জানান পরিবেশ দূষণ রোধে সচেতনতা গড়ে তোলা এবং সবুজায়নে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় ছোট ছোট গাছের চারা যা ঘরেই পরিচর্যা করা সম্ভব।
‘নির্ভয় ফাউন্ডেশন’-এর সভাপতি তাসনিয়া হাসান ইভা বলেন,
“আমাদের এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিক সম্পর্কে মানুষকে সচেতন করা। পুরনো প্লাস্টিক রিসাইক্লিংয়ের গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাইরে বড় গাছ লাগানো সম্ভব নয়, তাই ইনডোর প্লান্টস বেছে নেওয়া হয়েছে, যা ঘরেই সহজে রক্ষা করা যায়।”
তিনি আরও জানান, সংগৃহীত প্লাস্টিক সামগ্রী দিয়ে পরবর্তীতে একটি বিশেষ স্ট্রাকচার নির্মাণ করা হবে, যা ব্যবহার করে আরও একটি সচেতনতামূলক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply