
আজ শনিবার দুপুরে রংপুর স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, রংপুর. জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, মহানগর বিএনপির আহবায়ক কাওসার জামান বাবলা, সদস্য সচিব আতিকুর ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, ইচ্ছে সোসাইটির প্রতিষ্ঠাতা তানভীর আহম্মেদ তুষার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ টি টিম অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায়
ভিন্নজগত এমোজার্স ও তাকওয়া ফ্যাশন অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সদস্য সচিব, রংপুর মহানগর বিএনপি।
অনুষ্ঠানে উপস্থিত জহির আলম নয়ন বলেন, “খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। এ ধরনের আয়োজন রংপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।”
উদ্বোধনী উপলক্ষে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। টুর্ণামেন্টে রংপুরসহ আশেপাশের বিভিন্ন জেলার দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, খেলোয়াড়দের উৎসাহ দিতে পুরস্কার হিসেবে রাখা হয়েছে আকর্ষণীয় ট্রফি, পদক, ক্রেস্ট ও সনদ।
বক্তারা বলেন, খেলাধুলা সমাজের সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। ক্রিকেট শুধু বিনোদন নয়, এটি একটি ঐক্যের শক্তি।
Leave a Reply