
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেছেন, “খেলায় কেউ জিতবে, কেউ হারবে—এটাই স্বাভাবিক। আমরা প্রতিদ্বন্দ্বী না, প্রতিযোগী। বিজয়ীরা আমাদের প্রাণের স্পন্দন, আর পরাজিতরাও আমাদের কলিজার টুকরা।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পীরগাছার কান্দি ইউনিয়ন যুববিভাগের আয়োজনে কান্দি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের সঙ্গে অধিকাংশ সময় যুবকরাই জড়িত। বেকারত্বই এসবের মূল কারণ। যদি আপনারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন, আমি ওয়াদা দিচ্ছি কান্দি ইউনিয়নসহ পুরো পীরগাছা-কাউনিয়ার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে মাদক থেকে দূরে রাখব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা যুববিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, পীরগাছা উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ, ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন, সেক্রেটারি মোস্তফা কামাল ও পীরগাছা থানার এস আই নজরুল ইসলাম প্রমূখ।
কান্দি ইউনিয়ন যুববিভাগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাসুম কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪নং কান্দি কাবিলাপাড়া দল ৫নং ওয়ার্ড কান্দি নিজপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply