
ইবি প্রতিনিধি:
আবেগ, আনন্দ আর স্মৃতিময় এক বিকেল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)চার বছরের অধ্যায় শেষ করে নতুন পথে পা রাখলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে বর্ণিল ব্যানার ও উচ্ছ্বসিত মুখে র্যালি শুরু হয়। হাসি, আলোর ঝলকানি আর স্মৃতির ভিড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে আসে প্রিয় ভবনের সামনে।
র্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থী মিলন রানা মুরাদ অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ আমাদের জীবনের এক বিশেষ দিন। শিক্ষকদের ভালোবাসা ও সহায়তায় আমরা সফলভাবে এই অধ্যায় শেষ করতে পেরেছি। যদিও এটি সমাপ্তি, কিন্তু শেখার পথ কখনও শেষ হয় না।”
আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আরবী বিভাগই ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম অনার্স কোর্স সম্পন্ন করেছে—এটি আমাদের গর্বের অর্জন। আমরা আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রাখবে।”
এর আগে দুপুর ১২টায় বিভাগের ৩০১ নম্বর কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দঘন ফটোসেশন, দুপুরের নাস্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদায়ের আবেশে মিশে ছিল অর্জনের গর্ব, ভবিষ্যতের প্রত্যয় আর প্রিয় বন্ধুত্বের অনন্ত স্মৃতি।
Leave a Reply