1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : Md. Najmul Hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শোক, ক্লাস–পরীক্ষা স্থগিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউট্যাব-হাবিপ্রবি ইউনিটের শোকবার্তা আরসিসিসি’র নেতৃত্বে ইসমাইল- বিশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবি ছাত্রদলের শোকবার্তা জাতীয় শোক উপলক্ষে ইবির দুই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবি প্রশাসনের শোক খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, হামাসকেও হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী

শ্বশুরবাড়ি গিয়ে প্রাণীদের সঙ্গে খুনসুটি তারেক রহমানের

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

প্রায় বিশ বছর পর ধানমন্ডির ‘মাহবুব ভবন’ শ্বশুর বাড়ি গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচিত-সমালোচিত এবং ২০০৭ সালের বিতর্কিত ওয়ান ইলেভেনের (১/১১) সেনাসমর্থিত ফখরুদ্দিন-মঈনুদ্দিনের বিশেষ সরকারের দেশে জরুরি অবস্থা জারির পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ‘দুর্নীতিবিরোধী অভিযান’ শুরু করে। ওই সময় দুই দলের শীর্ষ নেতার বিরুদ্ধেই মামলা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

তারেক রহমান শ্বশুর বাড়ি গিয়ে কয়েকটি বিড়ালসহ আরও কিছু প্রাণীদের আদর করছেন-এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণীপ্রেমী তারেক রহমান। ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা।

ওই ছবিতে দেখা যায়, বিড়ালসহ প্রাণীগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।

এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জিবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেক রহমান নিজে ও তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সদস্যদের খুব আদরে সেই জিবু। দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরার সময় পাসপোর্টের সঙ্গে প্রাণীদের যে নিয়মে বিমানে পরিবহন করা হয় সেভাবেই গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে তারেক পরিবারের আদরের বিড়াল জিবুও।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি সপরিবার লন্ডনে যান। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। লন্ডনে যাওয়ার ১৭ বছর সাড়ে তিন মাস পর গেল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর থেকে গত দুইদিন টানা রাজনৈতিক কর্মসূচি শেষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্বশুর বাড়ি ‘মাহবুব ভবনে’ যান তারেক রহমান। ওয়ান ইলেভেনে কারাগারে যাওয়ার আগে সর্বশেষ তিনি শ্বশুরের বাসায় গিয়েছিলেন।

শনিবার শ্বশুর বাড়ি গিয়ে প্রাণীপ্রেমী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বাড়িতে থাকা বিভিন্ন পাখি ও প্রাণীদের নিয়ে খুনসুটিতে মেতে উঠেন। সেখানে তিনি বেশ কিছু সময় ওদের সঙ্গ উপভোগ করেন। পরে বেশ কিছু সময় পারিবারিক পরিবেশে কাটান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩০০ ফিট এলাকায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বের হয়ে তিনি সরাসরি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ওঠেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি