
তারেক রহমান শ্বশুর বাড়ি গিয়ে কয়েকটি বিড়ালসহ আরও কিছু প্রাণীদের আদর করছেন-এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণীপ্রেমী তারেক রহমান। ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা।
ওই ছবিতে দেখা যায়, বিড়ালসহ প্রাণীগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।
এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জিবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেক রহমান নিজে ও তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সদস্যদের খুব আদরে সেই জিবু। দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরার সময় পাসপোর্টের সঙ্গে প্রাণীদের যে নিয়মে বিমানে পরিবহন করা হয় সেভাবেই গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে তারেক পরিবারের আদরের বিড়াল জিবুও।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি সপরিবার লন্ডনে যান। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। লন্ডনে যাওয়ার ১৭ বছর সাড়ে তিন মাস পর গেল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর থেকে গত দুইদিন টানা রাজনৈতিক কর্মসূচি শেষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্বশুর বাড়ি ‘মাহবুব ভবনে’ যান তারেক রহমান। ওয়ান ইলেভেনে কারাগারে যাওয়ার আগে সর্বশেষ তিনি শ্বশুরের বাসায় গিয়েছিলেন।
শনিবার শ্বশুর বাড়ি গিয়ে প্রাণীপ্রেমী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বাড়িতে থাকা বিভিন্ন পাখি ও প্রাণীদের নিয়ে খুনসুটিতে মেতে উঠেন। সেখানে তিনি বেশ কিছু সময় ওদের সঙ্গ উপভোগ করেন। পরে বেশ কিছু সময় পারিবারিক পরিবেশে কাটান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩০০ ফিট এলাকায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বের হয়ে তিনি সরাসরি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ওঠেন।
Leave a Reply